Site icon Jamuna Television

জাপানের পার্লামেন্ট থেকে ইউটিউবার এমপিকে বহিষ্কার

ছবি: সংগৃহীত

৭০ বছর পর জাপানের পার্লামেন্ট থেকে কোনো এমপিকে বহিষ্কার করা হলো। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি কখনো পার্লামেন্ট অধিবেশনে যোগ দেননি; বরং তিনি সব সময় ইউটিউবের জন্য ভিডিও তৈরিতেই ব্যস্ত ছিলেন। খবর আল জাজিরা’র।

জনপ্রিয় ওশিকাজু ইউটিউবার থেকে পার্লামেন্টের আইনপ্রণেতা হন। মাসের পর মাস ধরে পার্লামেন্টে অনুপস্থিত থাকায় মার্চের প্রথম দিকে তাকে ক্ষমা চাওয়ার নির্দেশ দেয়া হয়েছিল। কিন্তু তিনি পার্লামেন্টারি সেশনে উপস্থিত হননি।

ওশিকাজু হিগাশিতানি (৫১) পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন ২০২২ সালের নির্বাচনে। কিন্তু উপস্থিতির প্রয়োজন সত্ত্বেও তিনি কখনোই পার্লামেন্টের কোনো সেশনে অংশ নেননি। বরং সাবেক ব্যবসায়ী ও পরে ইউটিউবার হওয়া ওশিকাজু দুবাইয়ে তার বাড়িতেই অবস্থান করছিলেন। তার দাবি, তিনি জাপান ফিরে গেলে তাকে আটক করা হতে পারে।

/এনএএস

Exit mobile version