Site icon Jamuna Television

হোয়াইটওয়াশ হয়ে ইংলিশ গণমাধ্যমে তুলোধুনো বাটলার বাহিনী

ছবি: সংগৃহীত

বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে টি-টোয়েন্টি সিরিজে ‘বাংলাওয়াশ’ করেছে টাইগাররা। তিন ম্যাচের সিরিজে ৩-০ তে হারিয়েছে ইংল্যান্ডকে। আর এই লজ্জার পরে নতুন মাত্রা যোগ করেছে ব্রিটিশ গণমাধ্যমগুলো। তারা বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশের খবর বেশ রসালো করেই প্রকাশ করেছে।

ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান শিরোনামে লিখেছে, ২০১৬ সালের পর ইংল্যান্ডকে হোয়াইটওয়াশের লজ্জা দিলো বাংলাদেশ।

দ্য টেলিগ্রাফ ইংল্যান্ড দলকে নিয়ে করেছে উপহাস। শিরোনাম দিয়েছে, মাখন মাখানো ইংল্যান্ডকে গুঁড়িয়ে দিলো বাংলাদেশ।

তবে সবাইকে ছাপিয়ে গেছে দ্য টাইমসের শিরোনাম। তারা লিখেছে, গোঙানিতে শেষ হলো ইংল্যান্ডের বিভ্রান্ত শীত!

/এনএএস

Exit mobile version