Site icon Jamuna Television

নোয়াখালীতে একদিনে ড্রাইভিং লাইসেন্স প্রদান কার্যক্রমের উদ্বোধন

নোয়াখালী প্রতিনিধি:

স্মার্ট বাংলাদেশ গঠনের লক্ষ্যে নোয়াখালীতে বিআরটিএ’র উদ্যোগে একই দিনে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োমেট্রিক গ্রহণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৫ মার্চ) সকালে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ) নোয়াখালী সার্কেলের আয়োজনে বিআরটিসি বাস ডিপোর অডিটোরিয়ামে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বক্তারা বলন, একই দিনে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োমেট্রিক গ্রহণ কার্যক্রমের ফলে সেবা প্রত্যাশীরা আরও সহজে সেবা পাবেন এবং হয়রানি কমবে। জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা। এখন মানুষকে অফিসে আসা লাগবে না। একদিনেই পরীক্ষা দিয়ে দেয়া যাবে ফিঙ্গার প্রিন্ট। অনলাইনে টাকা পেমেন্ট করবে। ঘরে বসে ডাকযোগে লাইসেন্স পাবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালীর জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম, জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার, বিআরটিএ’র সহকারী পরিচালক উসমান সরওয়ার আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তামান্না মাহমুদ প্রমুখ।

ইউএইচ/

Exit mobile version