Site icon Jamuna Television

মিরপুরে বস্তিবাসীকে দেয়া ফ্ল্যাটে অবৈধভাবে থাকাদের উচ্ছেদে অভিযান

মিরপুরের বাউনিয়ার বস্তিবাসীকে দেয়া প্রধানমন্ত্রীর ফ্ল্যাট অবৈধভাবে থাকাদের উচ্ছেদে অভিযান চালিয়েছে গৃহায়ণ কর্তৃপক্ষ।

বুধবার (১৫ মার্চ) দুপুরে কাগজপত্রে গরমিল ও শর্ত ভঙ্গ হওয়ায় তিনটি ফ্ল্যাটে তালা ঝুলিয়ে দেয় কর্তৃপক্ষ। সেইসঙ্গে একজনের ফ্ল্যাটে অন্যজন থাকায় বেশ কয়েকটি ফ্ল্যাট বরাদ্দ বাতিলের সুপারিশ করেছে তারা।

অভিযানের নেতৃত্ব দেন জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী জোয়ারদার তাবেদুন নবী। তিনি বলেন, সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে। বেশ কিছু ফ্ল্যাটের বিষয়ে অভিযোগের সত্যতা পাওয়ায় বরাদ্দ বাতিল করা হয়। এখন থেকে ফ্ল্যাটগুলোতে কারা থাকছে সেগুলো নিয়মিত তদারকি করা হবে বলেও জানান তিনি।

ইউএইচ/

Exit mobile version