Site icon Jamuna Television

নতুন লুকে মিম

মিশন 'হান্ট ডাউন' এ মিমকে দেখা যাবে ব্যতিক্রমী লুকে।

ঢালিউডের জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম সিনেমায় অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেছেন অনেক আগেই। গত বছর ‘পরাণ’ সিনেমা দিয়ে আলোচনার তুঙ্গে ছিলেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নতুন লুকের ছবি প্রকাশ করেছেন মিম নিজেই।

জানা গেছে, ভারতীয় ওটিটি প্লাটফর্ম হইচইয়ের নতুন ওয়েব সিরিজ ‘মিশন হান্টডাউন’ এর কাজ সম্প্রতি শেষ করেছেন মিম। এবারই প্রথম হইচয়ের সঙ্গে কাজ করছেন মিম। সেখানে তাকে দেখা যাবে ‘নীরা’ নামের একটি চরিত্রে। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নিজের কয়েকটি ছবি পোস্ট করেছেন মিম। হিজাব পরা ওই ছবিগুলো বেশ কৌতুহলী করেছে অনুরাগীদের।

ছবির ক্যাপশনে তাকে কেমন লাগছে জানতে চেয়ে মিম লেখেন, ‘মিশন হান্টডাউন’ এর জন্য নতুন লুক।

প্রসঙ্গত, স্যোশাল মিডিয়ায় পোস্ট করা হিজাব পরা মিমের ছবিগুলো ইতোমধ্যেই ভাইরাল হয়েছে। কমেন্টে নানান মন্তব্যজুড়ে দিয়েছেন তার অনুরাগীরা। অ্যাকশন- থ্রিলারধর্মী এ সিরিজে দেখা যাবে ছোটপর্দার অভিনেতা এফএস নাঈমকেও। সিরিজটি যৌথভাবে পরিচালনা করেছেন সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ।

/এসএইচ

Exit mobile version