Site icon Jamuna Television

এসকে সিনহা ও তার ভাইয়ের বিষয়ে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাবে দুদক

ছবি: সংগৃহীত

সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহা এবং তার ভাই অনন্ত কুমার সিনহার যুক্তরাষ্ট্রের ব্যাংক অ্যাকাউন্ট ও বাড়ি ফ্রিজসহ বিভিন্ন আলামত সংগ্রহে শিগগিরই দেশটির মিউচুয়্যাল লিগ্যাল অ্যাসিসটেন্স রিকোয়েস্ট (এমএলএআর) করতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১৫ মার্চ) দুদকের প্রধান কার্যালয়ে সচিব মো. মাহবুব হোসেন সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

দুদক সচিব বলেন, সুরেন্দ্র কুমার সিনহা বাংলাদেশে প্রধান বিচারপতি থাকাকালে বিভিন্নভাবে অবৈধ টাকা অর্জন করে তা হুন্ডিসহ বিভিন্ন কায়দায় আমেরিকায় পাচার করে তার ছোট ভাইয়ের অ্যাকাউন্টে ১ লাখ ৫৭ হাজার ৯০ ডলার ট্রান্সফার করেন এবং তা দিয়ে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে ২০১৮ সালের ১২ জুন ২ লাখ ৮০ হাজার ডলার ক্যাশ দিয়ে একটি বাড়ি ক্রয় করেন। ২০১২ সালের মানিলন্ডারিং ও দুর্নীতি প্রতিরোধ আইনের মামলা দায়ের করে।

তিনি বলেন, তদন্তকালে এস কে সিনহার ওই বাড়ি ক্রোকসহ আমেরিকার ব্যাংক হিসাব ফ্রিজের জন্য আদালতে আবেদন করলে বিজ্ঞ আদালত ওই বাড়িটি ক্রোকসহ ব্যাংক হিসাব ফ্রিজের আদেশ দেন। ফলে বাড়িটি ক্রোক ও ব্যাংক হিসাব ফ্রিজসহ বিভিন্ন আলামত সংগ্রহের জন্য তদন্তকারী কর্মকর্তা আমেরিকায় শিগগিরই এমএলএআর প্রেরণ করবেন।

এর আগে, গত ২০ ফেব্রুয়ারি এসকে সিনহা এবং তার ভাইয়ের যুক্তরাষ্ট্রের তিনটি ব্যাংক অ্যাকাউন্ট ও বাড়ি জব্দ চেয়ে আদালতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধান। এ আবেদনের ওপর দুদকের পাবলিক প্রসিকিউটর মোশাররফ হোসেন কাজল শুনানি করেন। শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান আদেশ দেন।

/এনএএস

Exit mobile version