Site icon Jamuna Television

মা হচ্ছেন লিন্ডসে লোহান

লিন্ডসে লোহান ও বাদের শামাস দম্পতি।

প্রথমবারের মতো মা হতে যাচ্ছেন মার্কিন অভিনেত্রী ও সংগীতশিল্পী লিন্ডসে লোহান। বাদের শামাস ও লিন্ডসে লোহান দম্পতির এটিই প্রথম সন্তান। অফিশিয়াল ইনস্টাগ্রামে শিশুর জামার একটি ছবি পোস্ট করে মা হওয়ার ঘোষণা দিয়েছেন লিন্ডসে নিজেই।

লিন্ডসে লোহান জানান, পরিবারে নতুন সদস্য আগমনের খবরে আমরা খুবই উচ্ছ্বসিত। জীবনের পরবর্তী অধ্যায়ের যাত্রা শুরুর জন্য উন্মুখ হয়ে আছে আমরা।

সোশ্যাল মিডিয়ায় পোস্টের পর থেকেই শুভেচ্ছা বার্তায় ভাসছেন এ গায়িকা। ২০২০ সালে করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার আগে দুবাইয়ের একটি মিউজিক ফেস্টিভ্যালে প্রথমবার একসঙ্গে দেখা যায় লিন্ডসে ও বাদেরকে। এরপর এ জুটির সম্পর্ক নিয়ে গুঞ্জন চাউর হয়। ২০২১ সালে তারা বাগদানের ঘোষণা দেন। গত বছর বিয়ে করেন এ জুটি।

/এসএইচ 

Exit mobile version