Site icon Jamuna Television

ইরানে অগ্নি উৎসব পালনকালে নিহত ১১, আহত ৩৫০০

ইরানে পার্সিয়ান নববর্ষ উপলক্ষে অগ্নি উৎসব পালন করার সময় দগ্ধ হয়ে ১১ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে সাড়ে তিন হাজার মানুষ। বুধবার (১৫ মার্চ) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে। খবর এএফপির।

মূলত এ অগ্নি উৎসবকে ফারসি ভাষায় বলা হয়, ‘চাহারশানবে সুরি’। উৎসবটি ইরানি ক্যালেন্ডারের শেষ মঙ্গলবার পর্যন্ত পালন করা হয়। উৎসবে অংশগ্রহণকারীরা এসময় আগুনের ওপর ঝাঁপ দেয় এবং স্লোগান দিতে দিতে বলে, আমি তোমাকে আমার হলুদ রঙ দিলাম এবং তোমার লাল রঙ নিলাম।

উৎসবটি ইরানের প্রাক-ইসলামিক ঐতিহ্যের অংশ এবং শিয়া ধর্মগুরুদের দ্বারা পালিত হয়ে এসেছে। তবে তরুণদের মধ্যে এটি ব্যাপক জনপ্রিয়। অনেকে ব্যক্তিগতভাবেও এ উৎসবটি পালন করে থাকে।

এটিএম/

Exit mobile version