Site icon Jamuna Television

জয়পুরহাটে শ্রমিক ধর্মঘটে বাস চলাচল বন্ধ; দুর্ভোগে যাত্রীরা

জয়পুরহাট প্রতিনিধিঃ
ঢাকায় পরিবহন ভাঙচুরের প্রতিবাদে জয়পুরহাটে আজ (শুক্রবার) সকাল থেকে মালিক-শ্রমিকদের ডাকে শুরু হয়েছে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট। এতে চরম দুর্ভোগে পড়েছে সাধারণ যাত্রীরা। স্থবির হয়ে পড়েছে জনজীবন।

পরিবহন মালিক-শ্রমিকরা জানান, ঢাকায় বিভিন্ন পরিবহনে ভাঙচুর এবং সড়ক অবরোধ করছে শিক্ষার্থীরা। এতে শ্রমিক ও মালিকদের জানমালের ব্যাপক ক্ষতি হচ্ছে এ কারণে জয়পুরহাট থেকে দুরপাল্লা ও আঞ্চলিক বাস চলাচল বন্ধ রেখে কর্মবিরতি পালন করছে তারা।

এদিকে, কোনো পূর্ব ঘোষণা ছাড়াই বাস চলাচল বন্ধ রাখায় দুর্ভোগে পড়েছে সাধারণ যাত্রীরা।

যাত্রীরা জানান, হঠাৎ পরিবহন মালিক-শ্রমিকদের ধর্মঘটে দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের।

ঢাকাগামী শ্যামলী পরিবহনের ম্যানেজার জহুরুল ইসলাম জানান, ঢাকায় বিভিন্ন পরিবহনে ভাঙচুর করা হয়েছে যার কারনে নিরাপত্তার স্বার্থেই ঢাকাগামী বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।

জয়পুরহাট জেলা বাস মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক দেওয়ান বেদারুল ইসলাম বেদিন জানান, রাস্তায় গাড়ি ভাঙচুরের প্রতিবাদে এবং নিরাপত্তার জন্য অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে ।

যমুনা অনলাইন: আরএম/আএম

Exit mobile version