Site icon Jamuna Television

প্রায় অর্ধেকে নেমেছে রাশিয়ার জ্বালানি খাতে আয়

রুশ ইউক্রেন যুদ্ধের জেরে পশ্চিমা জোটের দেয়া নিষেধাজ্ঞায় প্রায় অর্ধেকে নেমে এসেছে রাশিয়ার জ্বালানি খাতের আয়। বুধবার (১৫ মার্চ) এমন তথ্য জানিয়েছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)। খবর এএফপির।

আইইএ’র অনুসারে, ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ান পেট্রোলিয়াম পণ্যের উপর নিষেধাজ্ঞা আরোপ করার পর দেশটি গেল মাসে ১১ দশমিক ৬ বিলিয়ন ডলার আয় করেছে। চলতি বছরের জানুয়ারি মাসে যা ছিল ১৪ দশমিক ৩ বিলিয়ন ডলার। এর আগে গেল বছরের ফেব্রুয়ারিতে যা ছিল ২০ বিলিয়ন।

তবে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা বলছে, মস্কো এখনও একই পরিমাণেই তেল আন্তর্জাতিক বাজারে রফতানি করছে। অর্থাৎ সরবরাহ আগের মতো থাকলেও রাশিয়ার আয় কমেছে চোখে পড়ার মতো।

সাম্প্রতিক জ্বালানির ট্যাঙ্কার ট্র্যাকিং ডেটা অনুসারে, আগে যেসব জ্বালানি ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রে পাঠানো হতো তা এখন এশিয়া, আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যে পাঠাচ্ছে রাশিয়া।

এটিএম/

Exit mobile version