Site icon Jamuna Television

বরিশালে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে কলেজছাত্রকে কুপিয়ে জখম

বরিশালে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে একাদশ শ্রেণির এক ছাত্রকে কুপিয়ে জখম করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। গুরুতর আহত রকিবুল ইসলাম রিজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়েছে।

বুধবার (১৫ মার্চ) সন্ধ্যায় নগরীর ইছাকাঠী এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আহতের পরিবার জানায়, সিনিয়র-জুনিয়র নিয়ে সরকারি বরিশাল কলেজের ছাত্র রিজনের সাথে স্থানীয় কিশোর গ্যাংয়ের সদস্য রিওন ও সিহাবের দ্বন্দ্ব ছিল। এর জেরে আজ সন্ধ্যায় রিজন বাসা থেকে বের হলে তার ওপর হামলা চালায় ৮/১০ জন কিশোর গ্যাংয়ের সদস্যরা।

এসময় চাপাতি ও দা দিয়ে কুপিয়ে রিজনকে গুরুতর জখম করে রিওন ও সিহাবের নেতৃত্বাধীন কিশোর সন্ত্রাসীরা। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল হাসপাতালে ভর্তি করে। তবে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়।

এটিএম/

Exit mobile version