Site icon Jamuna Television

বিতর্কের মাঝেই দুবাইয়ে জুয়েলার্সের শোরুম উদ্বোধন করলেন সাকিব

বিতর্ক আর সমালোচনার মাঝেই দুবাইয়ে আরাভ জুয়েলার্সের শোরুম উদ্বোধন করলেন ক্রিকেটার সাকিব আল হাসান। স্থানীয় সময় বুধবার (১৫ মার্চ) রাত ৮টার দিকে আরাভ জুয়েলার্সের শোরুমে উপস্থিত হন সাকিব। তখন এ তারকা ক্রিকেটারকে কাছে পেয়ে উচ্ছ্বাসে মেতে উঠেন প্রবাসী বাংলাদেশিরা।

সাকিব শোরুমের ভেতরে প্রবেশ করতেই ভক্তদের মাঝেই রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায়। তখন সাকিবকে স্বাগত জানান প্রতিষ্ঠানটির সত্ত্বাধিকারী আরাভ খান ওরফে রবিউল ইসলাম। এই আরাভ খান ঢাকায় এসবির পুলিশ পরিদর্শক মামুন এমরান খান হত্যা মামলার চার্জশিটভুক্ত ৬ নম্বর আসামি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পী পাভেল এবং পরিচালক, উপস্থাপক দেবাশিষ বিশ্বাস। আয়োজকদের আমন্ত্রণে ইউটিউবার হিরো আলমও সেখানে গেছেন। উদ্বোধন শেষে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। এ সময় অনুষ্ঠানে যোগ দেন শত শত প্রবাসী বাংলাদেশি।

এদিকে, আরাভ খান দুবাইতে নিজের বাসায় সাকিবের সঙ্গে তোলা একটি ছবি ফেসবুকে পোস্ট করে লেখেন, এত নিউজের পরও সাকিব আল হাসান আপনি আমার বাসায় এসেছেন। আপনি আসলেই খুব মহান। আল্লাহ তায়ালা আপনাকে ভালো রাখুক, সেই দোয়া করি।

এএআর/এমএন

Exit mobile version