Site icon Jamuna Television

ড্রোন ধ্বংস রাশিয়ার আগ্রাসী আচরণের প্রমাণ: পেন্টাগন

রাশিয়ার যুদ্ধবিমানের সাথে সংঘর্ষে ভূপাতিত মার্কিন ড্রোন ধ্বংসের ঘটনা মস্কোর আগ্রাসী আচরণই প্রমাণ করে। বুধবার (১৫ মার্চ) এমন দাবি করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর এপির।

এই ইস্যুতে রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর সাথে ফোনালাপ করেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। বলেন, ইউরোপীয় মিত্রদের নিরাপত্তার তাগিদে আন্তর্জাতিক আইন মেনে সাগরে নজরদারি কার্যক্রম চালিয়ে যাবে যুক্তরাষ্ট্র। সংঘাত ঠেকাতে আলোচনার পথ খোলা রাখতে চান বলেও জানান।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের আচরণকে উসকানিমূলক বলে অভিযোগ করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেন, কৃষ্ণ সাগরে মার্কিন ড্রোনের উপস্থিতি নিশ্চিত করে মস্কোর বিরুদ্ধে সরাসরি সংঘাতে লিপ্ত ওয়াশিংটন। বিধ্বস্ত ড্রোনের ধ্বংসাবশেষ সংগ্রহের চেষ্টা করবে রাশিয়া, এও জানান রুশ।

গত মঙ্গলবার রাশিয়ার যুদ্ধবিমানের সাথে সংঘর্ষে কৃষ্ণ সাগরে পড়ে যুক্তরাষ্ট্রের নজরদারি ড্রোন। তবে সংঘাতের বিষয়টি অস্বীকার করে মস্কো।

/এমএন

Exit mobile version