Site icon Jamuna Television

শরীফের আপিল খারিজ; কারণ দর্শানো ছাড়া চাকরিচ্যুত করতে পারবে দুদক

বিনা নোটিশে অপসারণ সংক্রান্ত দুদক কর্মচারী বিধিমালা বহাল রেখেছেন আপিল বিভাগ। তাই চাকরি ফিরে পাচ্ছেন না দুদকের চাকরিচ্যুত উপ-সহকারী পরিচালক শরীফ উদ্দিন।

বৃহস্পতিবার (১৬ মার্চ) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দীকীর নেতৃত্বাধীন ৭ সদস্যের আপিল বিভাগ বিধিটি বহালের এ আদেশ দেন। কোনো কারণ দর্শানো ছাড়া কর্মচারীকে দুর্নীতি দমন কমিশন অপসারণ করা সংক্রান্ত বিধি বাতিলের বিরুদ্ধে এদিন আপিল খারিজ করে দেয়া হয়। যার ফলে চাকরিতে ফিরতে পারছেন না দুদকের সাবেক কর্মকর্তা শরীফ উদ্দীন ও আহসান আলী। এর আগে হাইকোর্ট বিধিটি বাতিল করে রায় দিয়েছিলেন।

/এমএন

Exit mobile version