Site icon Jamuna Television

দৌলত‌দিয়ায় নির্মাণাধীন ভবন থেকে যুবকের লাশ উদ্ধার

রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ী গোয়াল‌ন্দের দৌলত‌দিয়া মু‌ক্তি ম‌হিলা স‌মি‌তির নির্মাণাধীন ঘ‌রের ভেতর থেকে মা‌টির চাপা দেয়া এক অজ্ঞাত (২৪) যুব‌কের মর‌দেহ উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ।

বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল ১০টার দিকে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির নাম বা পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্থানীয় মু‌ক্তি ম‌হিলা স‌মি‌তির কর্মচারী নির্মাণাধীন ঘরে পানি দিতে আসলে অজ্ঞাত ওই যুবকের মাটি চাপা দেয়া এক হাতের কিছু অংশ দেখতে পেয়ে চিৎকার করে। ওই যুবকের গলা ও শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

দৌলতদিয়া মুক্তি মহিলা সমিতির প্রকল্প কর্মকর্তা আতাউর রহমান মঞ্জু বলেন, মধ্যরাত পর্যন্ত নৈশপ্রহরী ছিল। প্রহরী ঘুমানোর পর কে বা কারা যুবককে হত্যা করে মাটি চাপা দিয়ে রেখেছে। সকা‌লে বিষয়‌টি জানার পর পুলিশকে খবর দেই। পুলিশ ঘটনাস্থল থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে।

গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার বলেন, সকালে খবর পেয়ে ঘটনাস্থলে এসে অজ্ঞাতনামা এক যুবকের বালু চাপা দেয়া মরদেহ উদ্ধার করেছি। ধারণা কর‌ছি পূর্ব শত্রুতার জে‌রে ধ‌রে ওই যুব‌কে হত্যা ক‌রে রা‌তেই বালু চাপা দি‌য়ে‌ছে।

এএআর/

Exit mobile version