Site icon Jamuna Television

বিএনপিপন্থী আইনজীবীরা প্রধান বিচারপতির দরজায় লাথি মেরেছে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। ফাইল ছবি।

সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীরা প্রধান বিচারপতির দরজায় লাথি মেরেছে। ব্যালট পেপার লুট করতে চেয়েছিল। এটি ইতিহাসের কলিঙ্কত ঘটনা। এর বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বিশ্ব নারী দিবস উপলক্ষ্যে মহিলা আওয়ামী লীগের আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। বললেন, আগামী জাতীয় নির্বাচন কারও জন্য থেমে থাকবে না। ২০১৪ ও ২০১৮ সালেও থেমে থাকেনি। আগামী জাতীয় নির্বাচনও থেমে থাকবে না। বিএনপি নির্বাচনের ট্রেনে উঠবে কিনা সেটি তাদের বিষয়।

/এমএন

Exit mobile version