Site icon Jamuna Television

কয়েক মাসের মধ্যে বাজারে অস্থিরতা কেটে যাবে: কৃষিমন্ত্রী

রোজার সময় মুরগির মাংস ও ডিমের দাম বাড়বে না। আগামী কয়েক মাসের মধ্যে বাজারের অস্থিরতাও কেটে যাবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক। চাহিদা ও যোগান সমন্বয় করতে আলাদা সংস্থা গঠনেরও তাগিদ দিয়েছেন তিনি।

রাজধানীতে তিন দিনের পোল্ট্রি শোর উদ্বোধনী অনুষ্ঠানে বৃহস্পতিবার (১৬ মার্চ) এ তথ্য জানান কৃষিমন্ত্রী। বললেন, পোল্ট্রি শিল্পকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে। এ খাতে বিদেশি উদ্যোক্তারাও কর অব্যাহতির সুবিধা পাবেন।

এদিকে, উদ্যোক্তারা বলছেন, বৈশ্বিক বাজারে কাচামালের বাড়তি দর ও ডলারের উচ্চ মূল্যের কারণে ক্ষতিগ্রস্থ হচ্ছে স্থানীয় পোল্ট্রি খাত।

মেলায় তুলে ধরা হচ্ছে, আধুনিক পোল্ট্রি খামার, হ্যাচারি, ফিড মিল, প্রসেসিং ইন্ডাষ্ট্রিসহ এই শিল্পের নানা দিক। আয়োজকরা জানান, এই প্রদর্শনীর মাধ্যমে স্থানীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের মাধ্যমে ব্র্যান্ডেড পণ্য ও পরিষেবা তুলে ধরা হচ্ছে।

মেলায় অংশ নিয়েছে ২০টি দেশের ৬০০টি স্টল। উদ্যোক্তারা এই শিল্পের সংকট কাটিয়ে উঠতে সরকারের কাছে নীতি সহায়তা চেয়েছেন।

/এমএন

Exit mobile version