Site icon Jamuna Television

বাংলাদেশের পোশাক খাতের প্রধান গন্তব্য যুক্তরাষ্ট্র, তাই মার্কিনীরা গর্বিত: পিটার হাস

বাংলাদেশের পোশাক খাতের প্রধান গন্তব্য হতে পেরে মার্কিনীরা গর্বিত, এ কথা বললেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। বলেন, এই সম্পর্ক আরও দৃঢ় করতে চাই।

বৃহস্পতিবার (১৬ মার্চ) সকালে অ্যাপারেল এক্সচেঞ্জের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। আরও বলেন, পোশাক শ্রমিকদের নিরাপত্তা, বেতন ও শিশু অধিকার নিয়ে ভেবে বসে থাকার সুযোগ নেই। তাদের শিল্পের সহযোগী ভাবার সময় এসেছে। জলবায়ু পরিবর্তন ও স্থিতিশীলতা নিয়ে নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করছেন শ্রমিকরা। এসবের সমাধান যে হচ্ছে না তা কিন্তু নয়, তবে কাজের গতি বেশ ধীর। তারপরও আমরা সন্তুষ্ট।

এদিকে, পোশাক শিল্পকে টেকসই করার আহ্বান জানিয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, পোশাক শিল্পকে একা এগিয়ে নেয়ার সুযোগ নেই। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সবাইকে টেকসই উন্নয়নের স্বার্থে কাজ করতে হবে। সেজন্য দরকারি সব সহায়তা সরকার দেবে।

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির সভাপতি ফারুক হাসান বলেন, শতভাগ কারখানার কর্মপরিবেশের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। পরিবেশবান্ধব কারখানায় বাংলাদেশই শীর্ষে।

/এমএন

Exit mobile version