Site icon Jamuna Television

এই যুদ্ধ শুধু ভূ-রাজনৈতিক কর্মকাণ্ড নয়, এটা রাশিয়ার অস্তিত্বের লড়াই: পুতিন

ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ রাশিয়ার অস্তিত্বের লড়াই বলে আখ্যা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত মঙ্গলবার (১৪ মার্চ) সাইবেরিয়ার বুরাতিয়ায় এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এ সময় আবারও পশ্চিমাদের বিরুদ্ধে হুমকি দেন পুতিন। বলেন, নিষেধাজ্ঞা ও চাপ সৃষ্টি করেও পশ্চিমাদের উদ্দেশ্য সফল হয়নি। খবর ডনের।

রুশ-ইউক্রেন যুদ্ধকে শুধুমাত্র ভূ-রাজনৈতিক অভিযান বলতেই নারাজ পুতিন। তিনি বলেন, এই যুদ্ধ কেবলমাত্র ভূ-রাজনৈতিক কর্মকাণ্ড নয়। রাষ্ট্র হিসেবে টিকে থাকা এবং আমাদের শিশুদের ভবিষ্যতের জন্যই এই অভিযানে নেমেছে মস্কো।

পশ্চিমারা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে ইউক্রেনকে একটি মাধ্যম হিসেবে ব্যবহার করছে বলেও অভিযোগ করেন পুতিন। বলেন, পশ্চিমারা মনে করেছিল তাদের নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার কলকারখানাগুলো বন্ধ হয়ে যাবে, অর্থনৈতিক ব্যবস্থা ধসে পড়বে, বেকারত্ব বাড়বে আর দিকে দিকে আন্দোলন ছড়িয়ে পড়ে ভেতর থেকে ভেঙে পড়বে গোটা দেশ। কিন্তু তা হয়নি। বরং তাদের এ কার্যক্রমের কারণে রাশিয়া আরও শক্তিশালী হয়েছে।

এসজেড/

Exit mobile version