Site icon Jamuna Television

দিল্লি ক্যাপিটালসের নতুন অধিনায়ক ওয়ার্নার

ছবি: সংগৃহীত

আইপিএলে এবারের আসরে দিল্লি ক্যাপিটালসকে নেতৃত্ব দেবেন অজি তারকা ব্যাটার ডেভিড ওয়ার্নার। তার অধিনায়কত্বেই দিল্লি দলের হয়ে খেলবেন টাইগার কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান।

দিল্লির নিয়মিত অধিনায়ক ছিলেন রিশাভ পান্ত। তবে গত ডিসেম্বরে ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়ে গুরুতর আহত হন তিনি। ফলে দীর্ঘদিন ধরে মাঠের বাইরে থাকতে হচ্ছে এই ভারতীয় ব্যাটারকে। তার জায়গায় দলের অধিনায়কত্ব করার দৌড়ে ছিলেন আক্সার প্যাটেল। ফ্র্যাঞ্চাইজিটির একপক্ষ আক্সারের দিকে ভোট দিলেও প্রধান কোচ রিকি পন্টিং ভোট দেন ওয়ার্নারেরর দিকে। শেষ পর্যন্ত পন্টিংয়ের চাওয়াই চূড়ান্ত সিদ্ধান্তে রূপ নিয়েছে।

https://twitter.com/DelhiCapitals/status/1636227038435590145?s=20

এর আগেও আইপিএলে নেতৃত্ব দিয়েছিলেন ওয়ার্নার। তার নেতৃত্বেই প্রথমবারের মতো শিরোপা ঘরে তুলে সানরাইজার্স হায়দরাবাদ। সেই আসরে ওয়ার্নারের অধীনে খেলেছিলেন মোস্তাফিজুর রহমান। এবারেও সেই ঘটনার পুনরাবৃত্তি হতে চলেছে।

/আরআইএম/এমএন

Exit mobile version