Site icon Jamuna Television

বিশেষ অভিযানে যুক্তরাষ্ট্রে গ্রেফতার অবৈধ অস্ত্র ও চোরাচালানকারীর বড় চক্র

ক্রমাগত বন্দুক হামলা আর অতিরিক্ত শিথিল অস্ত্র আইনের কারণে বর্তমানে বেশ বিতর্কের মুখে আছে যুক্তরাষ্ট্রের অস্ত্র আইন। এই পরিস্থিতির মধ্যেই অবৈধ অস্ত্র বিক্রি ও মাদক পাচারের সাথে জড়িত একটি চক্রকে গ্রেফতার করেছে নিউইয়র্কের পুলিশ। নিউইয়র্ক ও ওয়েটচেস্টার কাউন্টিতে অস্ত্র বিক্রি ও চোরাচালানের সাথে জড়িত ছিল চক্রটি। খবর এনবিসির।

এ অভিযানে চক্রটির কাছ থেকে প্রায় ২৫ হাজার ডলার মূল্যের ১২টি পিস্তল, কিছু স্বয়ংক্রিয় অস্ত্র, ও প্রায় ৬০০ গ্রাম কোকেইন উদ্ধার করা হয়। ১৬ মাস ধরে দলটির উপর নজর রাখছিল নিউইয়র্ক ড্রাগ এনফোর্সমেন্ট টাস্ক ফোর্স। বৃহস্পতিবার নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানে আটক করা হয় চক্রটির সদস্যদের।

সম্প্রতি দেশটিতে বন্দুক হামলার ঘটনা বেড়ে যাওয়ায় অবৈধ অস্ত্র চোরাচালান চক্রগুলোর বিরুদ্ধে বিশেষ অভিযানে নেমেছে প্রশাসন। এরই অংশ হিসেবে এই চক্রটিকে গ্রেফতার করা হয়েছে।

এসজেড/

Exit mobile version