Site icon Jamuna Television

নেতানিয়াহু’র জার্মানি সফর ঠেকাতে ইসরায়েলে বিমানবন্দর অবরোধ

প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু’র জার্মানি সফর ঠেকাতে ব্যাপক বিক্ষোভ হয়েছে ইসরায়েলে। তেলআবিবের বেন গুরিয়ন বিমানবন্দরের প্রবেশপথ অবরোধও করে রাখে বিক্ষোভকারীরা। খবর রয়টার্সের।

পুলিশের সাথে দফায় দফায় সংঘর্ষ হয় তাদের। তবে এমন পরিস্থিতির মধ্যেও বার্লিনের পথে রওনা হন নেতানিয়াহু। বিচার বিভাগের সংস্কার প্রশ্নে প্রায় দুই মাস ধরেই উত্তাল ইসরায়েল। বুধবার (১৫ মার্চ) রাস্তায় নামে হাজারো মানুষ। তাদের অভিযোগ, অভ্যন্তরীণ সংকটের সমাধান না করে প্রধানমন্ত্রীর বিদেশ সফর অযৌক্তিক। সফর ঠেকাতে, নেতানিয়াহুর সরকারি বাসভবনের সামনেও জড়ো হন বিক্ষোভকারীরা। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে শুরু হ্য় সংঘর্ষ। আটক করা হয় কয়েকজনকে।

বিরোধীরা বলছেন, নেতানিয়াহু যেমন স্বৈরশাসন কায়েম করেছেন, তাতে আর দেশে না ফিরলেই ইসরায়েলের জন্য মঙ্গল।

এটিএম/

Exit mobile version