Site icon Jamuna Television

এলগারকে হতাশ করলেন মোস্তাফিজ

পচেফস্ট্রুম টেস্টে মাত্র ১ রানের জন্য ডাবল সেঞ্চুরি বঞ্চিত হলেন ডিন এলগার। ১৯৯ রান করে মোস্তাফিজের বলে ক্যাচ তুলে দিলেন মুমিনুলের হাতে। সহজ সুযোগ মিস করেননি মুমিনুল। এর ফলে দলীয় ৪৪৫ রানে দক্ষিণ আফ্রিকার ৩য় উইকেটের পতন ঘটলো।

এরআগে শুক্রবার, দ্বিতীয় দিনের লাঞ্চ বিরতির পর হাসিম আমলাকে ফেরান পেসার শফিউল ইসলাম। মিরাজের হাতে ধরা পড়ার আগেই অবশ্য ১৩৭ রানের বড় স্কোর করেন করে আমলাও।

পচেফস্ট্রুম টেস্টে টস হেরে আগে ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকা প্রথম দিন শেষে সংগ্রহ করে ১ উইকেটে ২৯৮ রান। অভিষিক্ত ব্যাটসম্যান অ্যাইডেন মার্ক্রাম ৯৭ রান করে রানআউট হলে দক্ষিণ আফ্রিকার প্রথম উইকেটের পতন হয়। এরপর আমলাকে সঙ্গে নিয়ে এলগার ২১৫ রানের পার্টনারশিপ গড়ে তোলেন।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version