Site icon Jamuna Television

জেলে বসে আবারও সালমানকে হত্যার হুমকি

গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই।

জেল থেকেই বলিউড সুপারস্টার সালমান খানকে হুমকি দিয়েছেন গায়ক সিধু মুসেওয়ালা হত্যাকাণ্ডে অভিযুক্ত কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই। খবর দ্য হিন্দুস্তান টাইমসের।

বুধবার (১৫ মার্চ) দ্য হিন্দুস্তান টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে সালমানের উদ্দেশে এ হুমকি দেন লরেন্স। 

জেলে বসে দেয়া ওই সাক্ষাৎকারে লরেন্স জানান, সালমান খান তার কাছে ক্ষমা প্রার্থনা করবেন বলে আশা করেছিলেন তিনি। সালমান যদি তা না করেন তাহলে এর পরিণতির জন্যও যেন তিনি প্রস্তুত থাকেন।

লরেন্স আরও জানান, সালমানকে তিনি কখনই ক্ষমা করবেন না। তাদের গোষ্ঠীর মধ্যেও তাকে নিয়ে ক্ষোভ রয়েছে।

প্রসঙ্গত, জেলে বসেই পাঞ্জাবের মানসায় কংগ্রেস নেতা ও র‍্যাপার সিধু মুসেওয়ালাকে খুনের পরিকল্পনার অভিযুক্ত লরেন্স বিষ্ণোই গত আট বছর ধরে জেলবন্দি রয়েছেন। এছাড়াও বলিউড স্টার সালমান খান ও তার পরিবারের সদস্যদেরও কয়েকবার হত্যার হুমকি দিয়েছেন তিনি।

/এসএইচ

Exit mobile version