Site icon Jamuna Television

বিক্রি না করলে টিকটককে নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রের

এবার টিকটককে সরাসরি হুমকি দিলো মার্কিন সরকার। তাদের দাবি, হয় টিকটক বিক্রি করতে হবে নাহলে অ্যাপটি যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ করা হবে। খবর বিবিসির।

প্রযুক্তি বিষয়ক চীনা প্রতিষ্ঠান বাইটড্যান্সের বিরুদ্ধে অভিযোগ, তারা লক্ষ লক্ষ গ্রাহকদের কাছ থেকে তথ্য চুরি করেছে। যা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি সরূপ। তবে প্রতিষ্ঠানটির বক্তব্য, জোর করে টিকটক বিক্রি করালেও এর ডাটাফ্লোতে কোনো পরিবর্তন আসবে না।

এদিকে সংবাদ সংস্থার পক্ষ থেকে হোয়াইট হাউজের কাছে জানতে চাওয়া হলেও, তারা এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

বেশ কয়েক বছর ধরেই মার্কিন কর্মকর্তারা টিকটক নিয়ে উদ্বিগ্ন। তারা বলছেন, যেকোনো সময় এসব ডাটা চলে যেতে চীনা সরকারের হাতে। যা দেশটির নিরাপত্তাকে হুমকিতে ফেলবে।

সাধারণত মার্কিন বিদেশি বিনিয়োগ কমিটি দেশটির জাতীয় নিরাপত্তার বিষয়গুলো দেখভাল করে থাকে। তারা চায়, বাইটড্যান্স টিকটক বিক্রি করে দিক। এ বিষয়ে টিকটকের মুখপাত্রের কাছে জানতে চাওয়া হলে, তারাও বিষয়টি অস্বীকার করেনি।

এর আগেও ২০২০ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন টকটিক ব্যান করার হুমকি দিয়েছিল। তবে এবার বাইডেনের শাসন আমলেও সে নীতিতে খুব একটা পরিবর্তন আসেনি বলেই মনে হচ্ছে।

এটিএম/

Exit mobile version