Site icon Jamuna Television

এবার চাকার নিচে পিষ্ট মোটরসাইকেল আরোহী, বাসে আগুন

রাজধানী আবারও বাসের চাকার নিচে প্রাণ গেল একজনের। এবার মোটরসাইকেলকে চাপা দিয়ে আরোহীর মাথার উপর দিয়ে বাস উঠিয়ে দেয়ার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার দুপুর ২টার দিকে মগবাজার এলাকায় এ ঘটনা ঘটে। বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাংলামোটর থেকে যাত্রাবাহী এসপি গোল্ডেন লাইনের শাটল বাসটি ফ্লাইওভার থেকে নেমে মগবাজার যাচ্ছিল। ফ্লাইওভারের নিচ দিয়ে মোটরসাইকেল ও একটি রিকশা যাওয়ার সময় তাদের উপর গাড়িটি উঠে যায়। বাসের ড্রাইভার প্রথমে ব্রেক করলেও পরে মোটরসাইকেল আরোহীর মাথার উপর দিয়েই চলে যাওয়ার চেষ্টা করে।

এতে ঘটনাস্থলে মারা যান মোটরসাইকেল আরোহী। তার পরিচয় এখনও জানা যায়নি। উপস্থিত বিক্ষুব্ধ জনতা বাসটি আটকিয়ে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেন।

কিছুক্ষণ পর ফায়ার সার্ভিস পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় পুলিশ বাস ড্রাইভারকে আটক করেছে। আহত তিন রিকশা যাত্রীকে মগবাজার রাশমনো হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

Exit mobile version