Site icon Jamuna Television

ওয়াসার পানির মূল্য নির্ধারণ ও কর্মীদের পারফরম্যান্স বোনাস অবৈধ: হাইকোর্ট

ফাইল ছবি।

বিধি ছাড়া ওয়াসার পানির মূল্য নির্ধারণ এবং কর্মচারীদের পারফরম্যান্স বোনাস অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (১৬ মার্চ) সকালে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী ইজারুল হক আকন্দের বেঞ্চ এই রায় দেন।

হাইকোর্ট বলেন, বিধি ছাড়া ওয়াসার পানির মূল্য নির্ধারণ করা যাবে না। কর্মচারীদের পারফরম্যান্স বোনাস এরইমধ্যে পরিশোধ করায় এবারের মতো বিষয়টি মওকুফ করে দিয়েছেন আদালত।

এর আগে ওয়াসা কর্তৃক পানির দাম বাড়ানোর বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে রিট করেন ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া। কনজ্যুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ-ক্যাব পানির মূল্য বৃদ্ধির বিধি চেয়ে ২০২২ সালে হাইকোর্টে রিট করে।

ইউএইচ/

Exit mobile version