Site icon Jamuna Television

স্কুল থেকে ফেরার পথে ট্রাক্টর চাপায় নিহত শিশু

সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:

নাটোরের বড়াইগ্রামে মাটিবাহী ট্রাক্টরের চাপায় শান্ত ইসলাম নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ মার্চ) বিকেলে উপজেলার গোপালপুর ইউনিয়নের নওগ্রাম সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত শান্ত নওগ্রাম এলাকার আসমত আলীর ছেলে। সে নওগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির শিক্ষার্থী ছিল।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিক জানান, নওগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান চলছিল। এসময় শান্ত বাড়িতে ফেরার পথে স্কুলের সামনের রাস্তায় উঠলে পেছন থেকে মাটিবাহী একটি ট্রাক্টর তাকে চাপা দেয়। এতে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে সে সেখানেই মারা যায় শান্ত।

পরে ক্ষুদ্ধ স্থানীয়রা ট্রাক্টরটিতে আগুন ধরিয়ে দেয়। এরই মধ্যে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও আশ্বাস দিয়েছে পুলিশ।

এসজেড/

Exit mobile version