Site icon Jamuna Television

আবারও ফিফার সভাপতি ইনফান্তিনো

তৃতীয়বারের মত ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি নির্বাচিত হয়েছেন জিয়ান্নি ইনফান্তিনো। ২০২৭ সাল পর্যন্ত এই দায়িত্বে থাকছেন তিনি।

এই সিদ্ধান্ত নেয়া হয় ফিফার ৭৩তম কংগ্রেসে। যেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও প্রেসিডেন্ট নির্বাচিত হন ইনফান্তিনো। দায়িত্ব পেয়ে বেশ উচ্ছ্বসিত তিনি। একই সাথে আগামী চার বছরের চক্রে ১১ বিলিয়ন রাজস্ব আদায়ের প্রতিশ্রুতিও দিয়েছেন ইনফান্তিনো।

এর আগে ২০১৬ সালে প্রথমবার তিন বছরের জন্য ফিফার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন ইনফান্তিনো। ২০১৯ সালে পুনরায় সেই পদে নির্বাচিত হন তিনি। সেবারও কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না এই সুইস-ইতালিয়ান নাগরিকের।

ইউএইচ/

Exit mobile version