Site icon Jamuna Television

চমেকে ৪ ছাত্রকে নির্যাতনের ঘটনায় ৭ জনকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রাম মেডিকেল কলেজ হোস্টেলে শিবির সন্দেহে ৪ ছাত্রকে নির্যাতনের ঘটনায় সাতজনকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৬ মার্চ) চট্টগ্রাম মেডিকেল কলেজের একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সাধারণ ছাত্রদের হলরুমে অবৈধ অনুপ্রবেশ, ছাত্রাবাসে সংঘাত সৃষ্টি এবং আগের মুচলেকার শর্ত ভঙ্গের দায়সহ তাদের বিরুদ্ধে আনা বিভিন্ন অভিযোগ প্রমাণিত হওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন চমেকের অধ্যক্ষ ডা. সাহেনা আক্তার।

বহিষ্কৃতদের মধ্যে একজনকে তিন বছরের জন্য, তিনজনকে দুই বছরের জন্য এবং বাকি তিনজনকে দেড় বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা হলেন- ৫৯তম এমবিবিএসের শিক্ষার্থী অভিজিৎ দাশ, একই ব্যাচের মো. রিয়াজুল ইসলাম চৌধুরী, ৬২তম এমবিবিএসের শিক্ষার্থী সাজু দাশ, একই ব্যাচের সৌরভ দেবনাথ, মাহিন আহমেদ, জাকির হোসেন সায়েল ও মো. ইব্রাহিম খলিল সাকিব।

এর আগে গত ৮ ফেব্রুয়ারি রাতে চমেকের ছাত্রাবাস থেকে তুলে নিয়ে চার শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ওঠে ছাত্রলীগের বিরুদ্ধে। এরপর বৃহস্পতিবার হল থেকে উদ্ধার করে তাদের দু’জনকে চমেক হাসপাতালে ভর্তি করানো হয়। পরে ঘটনা তদন্তে কমিটি গঠন করে চমেক কর্তৃপক্ষ।

ইউএইচ/

Exit mobile version