Site icon Jamuna Television

যারা সন্ত্রাসবাদী রাজনীতি করবে তাদের প্রতিহত করা হবে: বাহাউদ্দিন নাসিম

সন্ত্রাসবাদী ও সাম্প্রদায়িক রাজনীতি যারা করবে তাদেরকে প্রতিহত করবে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। এমন হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির প্রতিষ্ঠাকালীন সভাপতি ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম।

বৃহস্পতিবার রাতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে রাজধানীর কলাবাগান মাঠে কেক কাটা ও আতশবাজির আয়োজনে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

এ সময় তিনি বলেন, যারা দেশ বিরোধী, সন্ত্রাসবাদী ও সাম্প্রদায়িক রাজনীতি করবে তাদেরকে প্রতিহত করবে আওয়ামী লীগ। বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন বাংলাদেশের সৃষ্টি হতো না বলেও মন্তব্য করেন তিনি। অনুষ্ঠান শেষে ফানুস উড়িয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন উপস্থিত নেতাকর্মীরা।

ইউএইচ/

Exit mobile version