Site icon Jamuna Television

‘ট্রিলিয়ন ডলার’ খাতায় নাম লেখালো অ্যাপল

আর্থিক মূল্যের হিসেবে ‘ট্রিলিয়ন ডলার’ খাতায় নাম লেখালো মার্কিন প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল। প্রথম বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে স্টক মার্কেটে এক লাখ কোটি ডলারের মাইলফলক অর্জন করে প্রতিষ্ঠানটি।

বৃহস্পতিবার, নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটির শেয়ারের মূল্য ২ দশমিক ৮১ শতাংশ বেড়ে দাঁড়ায় ২০৭ ডলারের উপরে। ২য় প্রান্তিকের প্রত্যাশিত মূল্যের চেয়ে প্রায় ৯ শতাংশ বেড়েছে কোম্পানিটির স্টক মূল্য।

তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির মোট আয় পাঁচ হাজার ৩৩০ কোটি ডলার। এই প্রতিষ্ঠানের আয়ের অর্ধেকের বেশি এসেছে আইফোন বিক্রি থেকে। এ যাবৎ ১০০ কোটিরও বেশি আইফোন বিক্রি করেছে অ্যাপল। তবে বাজার মূলধনের চেয়ে ভোক্তা সন্তুষ্টি নিয়েই বেশি ভাবে অ্যাপল।

যমুনা অনলাইন: কেআর

Exit mobile version