Site icon Jamuna Television

ইউক্রেনে ব্যাপক যুদ্ধাপরাধ সংগঠিত করেছে রাশিয়া: জাতিসংঘের তদন্তকারী সংস্থা

ইউক্রেনে রাশিয়া ব্যাপক যুদ্ধাপরাধ সংগঠিত করেছে বলে জানিয়েছে জাতিসংঘের তদন্তকারী সংস্থা। জানায়, রুশ সেনারা সেখানকার নাগরিকদের ইচ্ছাকৃতভাবে হত্যা, অত্যাচারসহ শিশুদের বাস্তুচ্যুত করেছে। খবর রয়টার্সের।

প্রতিবেদনটি তৈরি করতে সংস্থাটি প্রায় ৫০০টির বেশি সাক্ষাৎকার নিয়েছে। এছাড়া স্যাটেলাইট থেকে প্রাপ্ত ছবি এবং গণকবর পরিদর্শন করা হয়েছে বলেও জানানো হয়েছে।

তদন্তকারী সংস্থার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, রুশ সেনারা ইউক্রেনীয় বেসামরিক নাগরিকদের বৈদ্যুতিক শক দিয়ে এবং রশিতে ঝুলিয়ে নির্মমভাবে হত্যা করেছে।

এদিকে আন্তর্জাতিক তদন্ত কমিশন বলছে, রুশ সেনারা ইউক্রেনীয় বেসামরিক নাগরিকদের ওপর নির্বিচারে আক্রমণ চালিয়েছে এবং দেশটির সাধারণ নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে।

তবে মস্কো বরাবরই এ সমস্ত অভিযোগ অস্বীকার করে আসছে।

এটিএম/

Exit mobile version