Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রে ‘ফার্স্ট রিপাবলিক’কে বাঁচাতে এক জোট বেসরকারি ব্যাংকগুলো

যুক্তরাষ্ট্রের ‘ফার্স্ট রিপাবলিক’কে দেউলিয়াত্ব থেকে বাঁচাতে একাট্টা হলো বেসরকারি ব্যাংকগুলোর জোট। ১১টি ব্যাংক জমা করলো ৩০ বিলিয়ন ডলার আমানত। খবর রয়টার্সের।

এক বিবৃতিতে এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে মার্কিন নিয়ন্ত্রক সংস্থা। জে পি মরগ্যান এবং সিটিগ্রুপের নেতৃত্বাধীন সহায়তাকারী ব্যাংকগুলোর দাবি, এ কাজের মাধ্যমে গ্রাহকদের আস্থা ফেরাতে চান তারা।

বিবৃতিতে আরও জানিয়েছে, ব্যাংকিং খাতের কাছে পর্যাপ্ত অর্থ রয়েছে। যার মাধ্যমে বড় লাভও করা সম্ভব।

গেলো সপ্তাহেই, সিলিকন ভ্যালি ও নিউইয়র্ক সিগনেচার ব্যাংককে দেউলিয়া ঘোষণা করা হয়। ৭০ শতাংশ শেয়ারের দরপতন ঘটায়, ফার্স্ট রিপাবলিকানকে ফেলা হচ্ছিলো সেই কাতারে। পরিস্থিতি মোকাবেলায় জরুরি তহবিল গঠনের তাগাদাও দিয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যাংক। গেলো ১৫ বছরের মধ্যে ব্যাংকিং খাতে এমন ভয়াবহ অবস্থা আর দেখেনি যুক্তরাষ্ট্র।

এটিএম/

Exit mobile version