Site icon Jamuna Television

‘দুর্ঘটনা নয়, এটি হত্যাকাণ্ড’

বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার বিষয়টি দুর্ঘটনা নয়, এটি হত্যাকাণ্ড বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। এ হত্যায় জড়িতদের মৃত্যুদণ্ড হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।

আজ শুক্রবার সকালে নিহত শিক্ষার্থী দিয়ার মহাখালীর বাসায় তার পরিবারের সদস্য ও স্বজনদের সাথে দেখা করে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এসময় সমবেদনা জানান তাদের প্রতি, আশ্বাস দেন পাশে থাকার। পরে গণমাধ্যম কর্মীদের সাবেক এই প্রেসিডেন্ট বলেন, ছাত্রদের দাবি যৌক্তিক। তারা চলাচলের জন্য নিরাপদ সড়কের দাবি করেছে। তারা সরকার পতন চায় না। এসব শিক্ষার্থীর ওপর পুলিশের অমানবিক আচরণ কাম্য নয় বলেও জানান তিনি।

যমুনা অনলাইন: কেআর

Exit mobile version