Site icon Jamuna Television

ভোলায় বা‌সের চাপায় ২ ক‌লেজছাত্রীসহ নিহত ৩

ভোলা প্রতি‌নি‌ধি:

ভোলায় যাত্রীবাহী বা‌সের চাপায় বোরাকে থাকা দুই ক‌লেজছাত্রীসহ তিন যাত্রী নিহত হ‌য়ে‌ছেন। শুক্রবার (১৭ মার্চ) সকাল সোয়া ৯টার দি‌কে ভোলার দৌলতখান উপ‌জেলা বাংলাবাজার সংলগ্ন উত্তর উদ্দিন এলাকার চরফ্যাশন সড়‌কে এ ঘটনা ঘটে।

নিহতরা হ‌লেন, দৌলতখান উপজেলার জয়নহর ইউনিয়নের জয়নগর গ্রামের মাতাব্বর বাড়ির কয়ছর মাতাব্ব‌রের মে‌য়ে ও ক‌লেজছাত্রী রিমা আক্তার (১৭) ও একই বা‌ড়ির জাহাঙ্গী‌রের মে‌য়ে শিখা (১৭) এবং একই গ্রা‌মের বা‌সিন্দা মো. আবুল কালাম (৫৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহতরা তা‌দের বা‌ড়ির সাম‌নে সড়ক থে‌কে বোরা‌কে ক‌রে বাংলাবাজার যা‌চ্ছি‌লেন। বাংলাবাজার সংলগ্ন উত্তর উদ্দিন এলাকার সড়‌কে পৌঁছলে বিপরীত দিক থে‌কে আসা চরফ্যাশনগামী এক‌টি দ্রুত চা‌লিত যাত্রীবা‌হী বাস বোরাক‌টি‌কে চাপা দি‌লে ঘটনাস্থ‌লেই নিহত হয় বোরা‌কের তিন যাত্রী। এছাড়াও এ ঘটনায় বোরা‌কের চালককে আহত অবস্থায় ভোলা সদর হাসপাতা‌লে নি‌য়ে যাওয়া হ‌য়ে‌ছে। দুর্ঘটনার পর বাস‌টি ঘটনাস্থল থে‌কে পালিয়ে যায়।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকীর হো‌সেন ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রে জানান, ঘটনাস্থলে পু‌লিশ পৌঁ‌ছে‌ছে। এছাড়াও বাস‌ ও চালককে আটকের চেষ্টা চল‌ছে।

এটিএম/

Exit mobile version