Site icon Jamuna Television

আ. লীগ দেশের সব প্রতিষ্ঠান পরিকল্পিতভাবে ধ্বংস করছে: ফখরুল

ফাইল ছবি

আওয়ামী লীগ দেশের সব প্রতিষ্ঠান পরিকল্পিতভাবে ধ্বংস করছে। যার ন্যাক্কারজনক উদাহারণ সুপ্রিম কোর্টের ঘটনা, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (১৭ মার্চ) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এই অভিযোগ করেন তিনি। বলেন, রাষ্ট্র এখন বিপন্ন; দেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের চক্রান্ত চলছে। বিচার বিভাগ যখন আক্রান্ত-কলঙ্কিত হয়, তখন রাষ্ট্রের ওপর জনগণের আস্থা কমে যায়।

বিএনপি মহাসচিব আরও বলেন, সুপ্রিম কোর্ট বার নির্বাচনে মধ্যযুগীয় কায়দায় পুলিশ বাহিনীকে ব্যবহার করা হয়েছে। এটা দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার লক্ষণ। দেশের অন্য সকল নির্বাচনের মতো সুপ্রিম কোর্ট আইনজীবী সমতি নির্বাচনেও ক্ষমতাসীন আওয়ামী লীগ একতরফাভাবে নগ্ন হস্তক্ষেপ করেছে।

/এমএন

Exit mobile version