Site icon Jamuna Television

সুপ্রিম কোর্ট বারে আওয়ামীপন্থী সাদা দলের সকল প্রার্থীই নির্বাচিত

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামীপন্থী সাদা প্যানেলের সকল প্রার্থীই নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ মার্চ) রাতে নির্বাচন কমিশনার বীর মুক্তিযোদ্ধা মো. মনিরুজ্জামান এই ফলাফল ঘোষণা করেন।

সভাপতি পদে জ্যেষ্ঠ আইনজীবী মোমতাজ উদ্দিন ফকির এবং সাধারণ সম্পাদক পদে আবদুন নূর দুলালকে বিজয়ী হয়েছেন। সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আলী আজমান ও জেসমিন সুলতানা। এছাড়া ট্রেজারার পদে নির্বাচিত হয়েছেন মাসুদ আলম চৌধুরী। সহকারী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এ বি এম নূর এ আলম উজ্জ্বল ও মোহাম্মদ হারুন অর রশিদ।

সদস্যপদে নির্বাচিতরা হলেন মহিউদ্দিন আহমেদ রুদ্র, মনিরুজ্জামান রানা, শাফায়েত হোসেন সজীব, শফিক রায়হান শাওন, দেলোয়ার হোসাইন, নাজমুল হুদা ও সুবাস চন্দ্র দাস।

/এমএন

Exit mobile version