Site icon Jamuna Television

আমিরাতকে হারিয়ে বিশ্বকাপ বাছাইপর্বে নেপাল

ছবি: সংগৃহীত

বাঁচা-মরা লড়াইয়ের ম্যাচে নিজেদের ঘরের মাঠে সংযুক্ত আরব আমিরাতকে ডার্ক লুইস মেথড পদ্ধতিতে ৯ রানে হারিয়ে বিশ্বকাপের বাছাইপর্বের টিকিট নিশ্চিত করেছে নেপাল। জিম্বাবুয়েতে আগামী ১৮ জুন থেকে শুরু হবে বিশ্বকাপের বাছাইপর্ব, যা চলবে ৯ জুলাই পর্যন্ত।

নেপালের কীর্তিপুরের ত্রিভুবন বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ৩১০ রান তোলে আরব আমিরাত। ৪১ বলে সেঞ্চুরি করে ৪ চার ও ১১ ছক্কায় ১০১ রানের ঝড়ো ইনিংস খেলেন আসিফ খান। ছেলেদের ওয়ানডে ক্রিকেটের চতুর্থ দ্রুততম সেঞ্চুরির মালিক এখন আমিরাতের এই ব্যাটার। আসিফ সেঞ্চুরি পেলেও তিন অঙ্কের ফিগার স্পর্শ করতে পারেননি অরভিন্দ। ১৩৮ বলে ৯৪ রানের ইনিংস খেলে ইনিংসের শেষ বলে আউট হন তিনি।  ৪৯ বলে ৬৩ রান করেন ওয়াসিম। ২০ রান করেন রোহান মুস্তাফা।

নেপালের হয়ে মাত্র ১৯ রান খরচায় ২ উইকেট শিকার করেন দিপেন্দ্র সিং আইরে। এছাড়া ১টি করে উইকেট শিকার করেন ললিত রাজবংশী, সোমপাল কামি এবং সন্দীপ লামিচানে।

জবাব দিতে নেমে শুরুটা ভালো হয়নি নেপালের। দলীয় শতক পূর্ণ  করার আগেই চার উইকেট খুইয়ে ফেলে নেপাল। পঞ্চম উইকেট কিছুটা মজবুত জুটি গড়ে তোলে। নেপালের ইনিংসের হাল ধরেন আরিফ শেখ এবং ভীম।

দলীয় ১৮১ রানে ভীম ৬৭ রান করে ফিরলে ক্রিজে আসেন গুলশান ঝা। তার ব্যাটে জয়ের দিকে এগোতে থাকে নেপাল। কিন্তু জয়ের জন্য নেপালের যখন ৩৬ বলে ৪২ রান বাকি, তখন আলোকস্বল্পতার  জন্য খেলা বন্ধ হয়ে যায়। এতে ডিএলএস পদ্ধতিতে ৯ রানে জিতে যায় নেপাল।

২০২৩ ওয়ানডে বিশ্বকাপের আগে জিম্বাবুয়েতে হবে বাছাইপর্বের ম্যাচ৷ নেপাল সেখানে লড়বে জিম্বাবুয়ে, স্কটল্যান্ড, ওমান, নেদারল্যান্ডস এবং দক্ষিণ আফ্রিকা/শ্রীলঙ্কা/ওয়েস্ট উইন্ডিজ/আয়ারল্যান্ড এদের যেকোনো তিন দলের বিপক্ষে।

/আরআইএম

Exit mobile version