Site icon Jamuna Television

সিরাজগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, নিহত ১

সিনিয়র করেসপনডেন্ট, সিরাজগঞ্জ:

সিরাজগঞ্জের বেলকুচিতে সড়ক দুর্ঘটনায় সোহান হোসেন (১৯) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বানিয়াগাতী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, একই গ্রামের দেলবার হোসেন ছেলে সুজন হোসেন (১৯) ও আল আমিনের ছেলে আকাশ (১৯) আহতদের উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, তিন বন্ধু মোটরসাইকেলে যাচ্ছিলেন। এসময় তারা বানিয়াগাতী কবরস্থানের পাশে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে সড়ক থেকে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই ১ জন নিহত হন। আহত হন আরও ২ জন।

নিহত সোহান হোসেন উপজেলার বওড়া গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।

এটিএম/

Exit mobile version