Site icon Jamuna Television

ওয়াশিংটনে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, ছড়িয়ে পড়লো ১৯ হাজার লিটার ডিজেল

ওয়াশিংটনে তেলবাহী ট্রেন লাইনচ্যুতের ঘটনায় ছড়িয়ে পড়লো প্রায় পাঁচ হাজার গ্যালন বা প্রায় ১৯ হাজার লিটার ডিজেল। বৃহস্পতিবার (১৬ মার্চ) প্যাডিলা সাগরের উপকূলবর্তী অঞ্চলের পাশেই ঘটে এ দুর্ঘটনা। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কেনো ট্রেনটি লাইনচ্যুত হয়েছে তাও নিশ্চিতভাবে জানা যায়নি। খবর গার্ডিয়ানের।

এ বিষয়ে রেল কর্তৃপক্ষ জানিয়েছে,  ট্রেনটির দু’টি বগিতে তেল ধারণ ক্ষমতা ছিল প্রায় পাঁচ হাজার গ্যালন। কিন্তু আকস্মিক রেল গাড়িটি লাইনচ্যুত হলে দু’টি বগি ছিটকে পড়ে। ফলে ট্যাংকে থাকা সমস্ত তেল ছড়িয়ে পড়ে মাটিতে। আর এগুলো দ্রুত বেগে সমুদ্রের দিকে গড়িয়ে যাচ্ছিল। তবে ফায়ার সার্ভিসকর্মীরা তড়িৎ গতিতে প্রায় আড়াই হাজারের বেশি তেল সরিয়ে ফেলতে সক্ষম হন। ফলে সমুদ্রের পানি বা জীব বৈচিত্র্যের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

অবশ্য দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। এর আগের দিন ক্যালিফোর্নিয়া সীমান্তে একটি কর্ণ সিরাপ বহনকারী ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে বলে জানায় বিএনএসএফ রেল বিভাগ।

এসজেড/

Exit mobile version