Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্র থেকে ২২০টি ক্রুজ ক্ষেপণাস্ত্র কিনছে অস্ট্রেলিয়া

যুক্তরাষ্ট্রের কাছ থেকে এবার ২২০টি টোমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র কিনছে অস্ট্রেলিয়া। এরইমধ্যে প্রায় ৯শ মিলিয়ন ডলার মূল্যের এসব মিসাইল বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর। খবর সিএনএনের।

সম্প্রতি ত্রিদেশীয় অকাস প্রতিরক্ষা চুক্তির অধীনে তিনটি মার্কিন ভার্জিনিয়া ক্লাস সাবমেরিন কেনার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলো এই সাবমেরিনগুলোতে ব্যবহার করা হবে।

পেন্টাগন জানিয়েছে, এই চুক্তি পারস্পরিক স্বার্থ রক্ষার পাশাপাশি অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা সক্ষমতাকে আরও উন্নত করবে। এর পাশাপাশি যুক্তরাষ্ট্রসহ অন্যান্য মিত্রদের সাথে যৌথ অভিযানের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে অস্ট্রেলিয়া।

এটিএম/

Exit mobile version