Site icon Jamuna Television

ওয়াশিংটন-সিউল যৌথ মহড়া: এক সপ্তাহে চতুর্থ মিসাইল নিক্ষেপ উত্তর কোরিয়ার

যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়াকে কেন্দ্র করে শুরু থেকেই আগ্রাসী মনোভাব দেখিয়ে আসছে উত্তর কোরিয়া। মহড়া চলা অবস্থাতেই একাধিক মিসাইল ছুড়েছে করছে দেশটি। এরই মাঝে ফের শক্তিশালী মিসাইল হুয়াসং-সেভেন্টিন উৎক্ষেপণ করেছে দেশটি। খবর আল জাজিরার।

বৃহস্পতিবার (১৬ মার্চ) আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলটির পরীক্ষা চালায় পিয়ংইয়ং। মূলত ওয়াশিংটন ও সিউলের যৌথ মহড়ার কড়া জবাব দিতেই নিজেদের পারমাণবিক শক্তিমত্তা প্রদর্শন করলো কিম প্রশাসন। এ নিয়ে এক সপ্তাহের মধ্যে চারটি মিসাইল ছুড়লো উত্তর কোরিয়া।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, বৃহস্পতিবার সকালের দিকে মিসাইল নিক্ষেপকালে উপস্থিত ছিলেন দেশটির সর্বোচ্চ শাসক কিম জং উন। জাপানের সমুদ্র সীমার কাছেই ভূপাতিত হয় মিসাইলটি। যা নিয়ে উদ্বেগ জানিয়েছে সিউল ও টোকিও। উত্তর কোরিয়ার একের পর এক পারমাণবিক কর্মসূচিকে নিরাপত্তার জন্য হুমকি হিসেবে আখ্যা দিয়েছে তারা।

এসজেড/

Exit mobile version