Site icon Jamuna Television

ঝিনাইদহে বিকাশ প্রতারক চক্রের হোতা রাজু গ্রেফতার

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহে বিকাশ প্রতারক চক্রের হোতা রাজু শেখকে (২৮) গ্রেফতার করেছে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। শুক্রবার (১৭) দিবাগত রাতে ঝিনাইদহ শহর থেকে তাকে গ্রেফতার করা হয়।

আটককৃত রাজু শেখ মাগুরা জেলার শ্রীপুর থানার চর মহেশপুর গ্রামের দাউদ শেখের ছেলে।

ঝিনাইদহ ডিবি পুলিশের ওসি শাহীন উদ্দীন জানায়, বেশ কয়েকদিন আগে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানার সোতা গ্রামের শংকর মণ্ডলের ছেলে ভুক্তভোগী দীপক মণ্ডল ঝিনাইদহ সদর থানায় বিকাশ প্রতারণার একটি অভিযোগ দায়ের করে।

তিনি আরও বলেন, হ্যালো বিকাশ থেকে ‘নাহিদ’ বলছি। বিকাশ অ্যাকাউন্ট আপগ্রেডের কাজ চলছে। বিকাশ থেকে আপনার ফোনে ভেরিফিকেশন কোড (ওটিপি) এসএমএস করা হয়েছে। সেটা আমাকে দিন। অন্যথায় আপনার বিকাশ একাউন্ট বন্ধ করে দেয়া হবে। ঠিক এভাবেই প্রতারণা করে ঝিনাইদহ জেলাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বিকাশ হ্যাকিং এর মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নেয় এই প্রতারক রাজুসহ তার গ্যাং।

তিনি বলেন, এ সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে আমরা তদন্ত শুরু করি। ঘটনার সত্যতা পাওয়ার পর তাকে গ্রেফতার করা হয়। ঝিনাইদহ সদর থানায় এ সংক্রান্ত একটি মামলা রুজু হয়েছে।

এটিএম/

Exit mobile version