Site icon Jamuna Television

কলম্বিয়ায় কয়লাখনি দুর্ঘটনায় প্রাণহানি বেড়ে ২১, সমাপ্ত উদ্ধারকাজ

কলম্বিয়ায় কয়লাখনি দুর্ঘটনায় প্রাণহানি বেড়ে দাঁড়ালো ২১ জনে। বৃহস্পতিবার (১৬ মার্চ) সমাপ্তি ঘোষণা করা হয় উদ্ধারকাজও। খবর আল জাজিরার।

গত ১৪ মার্চ মধ্যরাতে সুতাতৌসা শহরের খনিটিতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে খনির প্রবেশ মুখ আটকে যায়। কোনো রকমে ৯ জন বেরিয়ে আসতে সক্ষম হলেও, আটকা পড়েন বাকিরা।

টানা ৩০ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযানে মরদেহগুলো বের করে আনতে সক্ষম হন উদ্ধারকর্মীরা। জরুরি বিভাগের সাথে সেনাসদস্য আর স্বেচ্ছাসেবীরাও যোগ দেন অভিযানে। তবে বৃহস্পতিবার সমাপ্ত ঘোষণা করা হয়েছে উদ্ধার অভিযান।

কলম্বিয়ায় বেআইনিভাবে বিভিন্ন ঝুঁকিপূর্ণ স্বর্ণ ও কয়লা খনিতে উত্তোলনের কাজ করে অনেক প্রতিষ্ঠান। সেখানে কোনো সুরক্ষা আইনও মানা হয়। তাই নিয়মিতই ভয়াবহ দুর্ঘটনা ঘটে এসব খনিতে। ২০১০ সালে এক খনি বিস্ফোরণের ঘটনায় মৃত্যু হয় ৭৩ শ্রমিকের।

এসজেড/

Exit mobile version