Site icon Jamuna Television

মাহমুদউল্লাহ আমাদের চিন্তায় ভালোভাবেই আছে: হাথুরুসিংহে

ছবি: সংগৃহীত

আয়ারল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচকে সামনে রেখে সিলেটে অনুশীলন করেছে বাংলাদেশ দল। শনিবার (১৮ মার্চ) থেকে শুরু হতে যাওয়া এই সিরিজে দলে নেই মাহমুদউল্লাহ রিয়াদ। এ প্রসঙ্গে বাংলাদেশের কোচ চান্দিকা হাথুরুসিংহে বলেছেন, দলের ভাবনায় এই অভিজ্ঞ ক্রিকেটার ভালোভাবেই আছেন।

আইরিশদের হালকাভাবে নেবার ভুল করবে না টাইগাররা; এমনটা বলেছেন হাথুরুসিংহে। দলের সাথে অনুশীলনে যোগ দিয়েছেন সাকিব আল হাসান। আর জ্বর নিয়েই প্রস্তুতি সেরেছেন অধিনায়ক তামিম ইকবাল। চোটের কারণে ছিটকে যাওয়া জাকির হাসানের পরিবর্তে দলে ডাক পাওয়া রনি তালুকদারকেও দেখা গেছে অনুশীলনে।

বাংলাদেশের কোচ চান্দিকা হাথুরুসিংহে বলেন, আমরা কোনো দলকেই ছোট করে দেখছি না। আমাদের সেরাটা দেয়ার দিনে যে কাউকে হারাতে পারি। আর মাহমুদউল্লাহ রিয়াদ আমাদের চিন্তায় ভালোভাবেই আছে। বিশ্বকাপের আগে আমরা পর্যাপ্ত পরিমাণ ক্রিকেটার দেখে নিতে চাই। প্রয়োজনের সময় যেন যে কাউকে আমরা নিতে পারি।

/এম ই

Exit mobile version