Site icon Jamuna Television

টাঙ্গাইলে বাস চাপায় বৃদ্ধের মৃত্যু

স্টাফ করেসপনডেন্ট, টাঙ্গাইল:

ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বাস চাপায় ইরফান মিয়া (৫০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত ইরফান মিয়া কালিহাতী উপজেলার পৌলি এলাকার মৃত কলিমুদ্দিনের ছেলে।

শুক্রবার (১৭ মার্চ) বিকেলে মহাসড়কের কালিহাতী উপজেলার পৌলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ইরফান মহাসড়কের পূর্ব পাশ থেকে হেঁটে পশ্চিম পাশে আসছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী একটি বাস ইফরানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট শিবু নাথ সরকার বলেন, সংবাদ পেয়ে আমরা লাশ উদ্ধার করেছি। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এসআই/

Exit mobile version