Site icon Jamuna Television

টাইগার শিবিরে ইনজুরির তালিকায় এবার মিরাজ

ছবি: সংগৃহীত

আবারও টাইগার শিবিরে ইনজুরির হানা। জাকির হাসানের পর এবার সিলেটে দ্বিতীয় দিনের অনুশীলনে চোট পেয়েছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। চোট গুরুতর হওয়ায় সঙ্গে সঙ্গে হাসপাতালে যেতে হয় মিরাজকে।

এ প্রসঙ্গে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানান, ওর চোখে ফুটবল লেগেছে। সিটি স্ক্যান করা হয়েছে। রিপোর্ট ভাল এসেছে। দেখা যাক চোখের চিকিৎসক কী বলেন।

শুক্রবার (১৭ মার্চ) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দলের অন্যান্যদের সাথে অনুশীলনে গা গরম করতে ফুটবল খেলছিলেন মিরাজ। এ সময় পেসার হাসান মাহমুদের নেয়া একটি শট এসে লাগলে আহত হন মিরাজ। এরপরই হাসপাতালে নেয়া হয় মিরাজকে।

এর আগে, বৃহস্পতিবার হাতে চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে যান জাকির হাসান। তার পরিবর্তে দলে ডাক পেয়েছেন রনি তালুকদার।

/এম ই

Exit mobile version