Site icon Jamuna Television

সাতক্ষীরায় কারাবন্দি আসামির মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরায় নারী ও শিশু নির্যাতন মামলার আসামী ফখরুল ইসলাম সবুজের মৃত্যু হয়েছে কারাগারে। শুক্রবার (১৭ মার্চ) ভোররাতে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ফখরুল ইসলাম সবুজ (৩৩) সাতক্ষীরা সদর উপজেলার রফিকুল ইসলামের ছেলে। ২০২২ সালের ২৭ অক্টোবর থেকে তিনি কারাভোগ করছিলেন।

কারা কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) মানসিকভাবে অস্বস্তিবোধ করছিলেন আসামি ফখরুল ইসলাম। কারাগারের চিকিৎসক প্রাথমিকভাবে চিকিৎসা দিয়ে সদর হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন তাকে। এরপর বিকেল ৪টার দিকে আসামিকে হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসক বলেন, হাসপাতালে ভর্তির পর থেকে তার চিকিৎসা দেয়া হচ্ছিল। চিকিৎসাধীন অবস্থায় হার্টঅ্যাটাকে তার মৃত্যু হয়েছে।

এসজেড/

Exit mobile version