Site icon Jamuna Television

চলতি বছরেই মুখোমুখি হবে আর্জেন্টিনা-ব্রাজিল

চলতি বছরেই দুই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ব্রাজিলের মুখোমুখি লড়াই দেখতে যাচ্ছে ফুটবল ভক্তরা। অক্টোবর কিংবা নভেম্বরেই একটি প্রীতি ম্যাচ খেলবে দু’দল।

দুটি ম্যাচ খেলার আমন্ত্রণ জানিয়ে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে চিঠি পাঠায় ব্রাজিল ফুটবল কনফেডারেশন। পরে তাতে সম্মতি প্রকাশ করে আর্জেন্টিনার পক্ষ থেকে জানানো হয় জাতীয় দলের একটি প্রীতি ম্যাচের পাশাপাশি অনূর্ধ্ব ২০দল নিয়ে হবে একটি ম্যাচ।

দুই দলের শেষ ১০ মোকাবেলায় সমান ৪টি করে জয় ব্রাজিল ও আর্জেন্টিনার। এই মহারনের আগে আগামী মাসেই গুয়েতেমালা ও কলম্বিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে লিওনেল মেসির আর্জেন্টিনা।

যমুনা অনলাইন: কেআর

Exit mobile version